চাঙ্গা হচ্ছে অর্থনীতি
মাঠে ময়দানে ভাষণ স্রোতে    
চাঙ্গা হচ্ছে অভ্যাস
ভিক্ষার চালের গরম ভাতে
চাঙ্গা হলে বাক্সটা
মিটবে পাঁচ বছরের ক্ষিদে।  

সোনারপুর
০৩/০৪/২১