সে এলো বলে জুড়ালো খানিক দহন জ্বালা
নয় সে শুধুই নৃত্য পাগল, ধংস যজ্ঞের ভৈরবী  
সন সন বায়ে এলোকেশে জড়িয়ে কনক মালা
সে এলো বলে জুড়ালো খানিক দহন জ্বালা
ভাঙে কিছু নীড় তার রোষে জুড়াতে পৃথ্বীর জ্বালা
আঁচলে ভরা প্রাণের পরশ সুশীতল রজত শুভ্র করবী        
সে এলো বলে জুড়ালো খানিক দহন জ্বালা
নয় সে শুধুই নৃত্য পাগল, ধংস যজ্ঞের ভৈরবী।

সোনারপুর
৩০/০৪/২২