ওজনে জ্ঞান থাকাই শ্রেয়  লাফা-লাফির আগে
ভাঙলে কোমর গড়াবে ধুলায় কেউ নেবে না ভার  
কর্মের ফল কুড়াবে একা চাইবে না কেউ ভাগে
ওজনে জ্ঞান থাকাই শ্রেয়  লাফা-লাফির আগে
পায়ের নিচের জমিন কেমন যায় না বোঝা ত্যাগে
জীবন পুরের আপ্তবাক্য খোঁজ রাখে কে কার
ওজনে জ্ঞান থাকাই শ্রেয়  লাফা-লাফির আগে
ভাঙলে কোমর গড়াবে ধুলায় কেউ নেবে না ভার।  

সোনারপুর
০২/০২/২২