নিজ নিজ আত্মরক্ষায় সকল প্রাণীই বেশ সচেতন
অতি ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যকের আছে নিজস্ব ধরণ
কেহ কেহ লুকিয়ে পড়ে, রঙ বদলায় কেহ বা ক্ষণে
দৃষ্টি বা অনুভূতির আড়াল করে,  বেঁচে যায় প্রাণে।

নখে দাঁতে হিংস্র, মেদিনী কাঁপানো গর্জনে চেতনা ফেরায়  
শিং নাড়িয়ে তেড়ে এসে বোঝাতে চায়  সেও নয় নিরুপায়
বিশাল দেহে লম্বা শুড়ে বৃহং এ জানান দেয়,  খবরদার  
আত্মরক্ষা বা খাবার সংগ্রহে আমারো আছে অধিকার।

কারো আছে তীক্ষ্ণ বিষ, কারো ক্ষিপ্রতা, সাহায্য করে আত্মরক্ষায়  
কারো কারো ভীষণ বুদ্ধি,  খেয়াল রাখে সর্বদা চলা ফেরায়
ক্ষুদ্র হলেও দলবদ্ধ আক্রমনে শত্রু পক্ষ পালায় ছুটে ভয়ে
রূপ আলাদা, খাবার আলাদা, বাঁচার ধরণ ও আলাদা প্রতি লয়ে।          

সকল প্রাণের বাঁচার জন্য চাই খাবার, প্রকৃতিই দেয় যোগাড়  
আহরণে বা আত্মরক্ষায় নানা কৌশল, কোন ভাবেই নয় সব একাকার।    

সোনারপুর
২৫/০৯/২০২২