মুখে মুখে শোনা যায়, করা ততটা সহজ নয়  
মনে মনে জেদ চাপলেও, অদেখা আতঙ্কে জাগে ভয়  
আগে পরের কথা ভেবে, বলি সব কপালের দোষ
পাঁজরে আগুন দিবা নিশি ঘরে এলে বাড়ে রোষ।      

হাসির মুখোশে লুকিয়ে মুখ, কু-কথা বলি মনে মনে  
শক্তি হীনের পরাজয় নিশ্চিত, এ কথা সবাই জানে
ক্ষোভে দুঃখে পোড়ে মন বিচার করি নিজের ভুল
অতীতের কথা বার বার জাগে, মনেতে ফোটায় হুল।  

সোনারপুর
১৮/০৯/২০২২