সুখের হদিশ কোন কুলে
সত্যি জানে কেউ !
বসন্ত বাতাস এলেও ভুলে
হারিয়ে গেছে ঢেউ
স্বপ্নরা ভাসে ছেঁড়া পালে    
আগে চলে ফেউ।  


সোনারপুর
৩/০২/২১