সান্টা দাদু সান্টা দাদু হাসি গুলো কোথায় গেলো
মাস্ক পোরে কি লাগে ভালো ?
হারিয়ে গেছে দুটো বছর এই বারেও কি তাই
হচ্ছেটা কি বুঝি না তা ছাই।
নানা কথা বলছে সবাই না শুনলেই ধমক
করোনা নাকি ফিরছে নিয়ে মড়ক !
জ্বলছে আলো উড়ছে বেলুন খুশীর বাতাস মেখে
আমরা কেবল থাকছি মুখ ঢেকে।
গিফট চাইনা তোমার কাছে এবার করছি ছোট্ট অনুরোধ
ঝোলায় ভরে করোনারে করো অবরোধ
সকল মুখে ফোটাতে হাসি শুধু এই আবদার রাখো
করোনা ধোরে ভোরের আগেই ভাগো।
লক্ষ্মী সোনা সান্টা দাদু কিছুতো একটা করো
ধোরে নিয়ে কষে চাবুক মারো
কান্না-কাটি করলেও ওরা দিও না যেন ছাড়
করোনা ভীষণ দুষ্টু খোঁজে শুধু আড়।
মাস্ক পোরে কি প্রার্থনা হয় বল দেখি সত্যি করে
তাতে কি কারো মন ভরে
যাদের পাপে হচ্ছে এমন সাজা যেন পায় কান ধরে
প্রভুকে বলে দিও ভালো করে।
সোনারপুর
২৫/১২/২০২২