রোগ আলাদা উপর উপর, আসলেই এক সব
রাখলে পুষে বুকের মাঝে বাড়ায় শুধুই যন্ত্রনা
দিনে দিনে ষোল কলায় পূর্ণতা পায় কলরব
রোগ আলাদা উপর উপর আসলেই এক সব
জীবন করে ওষ্ঠাগত সংকীর্ন মতের কুশীলব
ভুল ভাবনার খেসারতে মন পায় না সান্তনা
রোগ আলাদা উপর উপর আসলেই এক সব
রাখলে পুষে বুকের মাঝে বাড়ায় শুধুই যন্ত্রনা।
সোনারপুর
২০/০৬/২০২২