সময়টা নিরাপদ পকেটে বাজারে
টাকা যায় থলেভরে
ব্যাজারে বাজার ঢুকেযায় পকেটে
বেরোয় না বাক্য স্বখেদে
স্বাস্থ্যসম্মত ফ্যানভাতে নুন পদ
পুষ্টিতে ভরপুর নিরাপদ।  

সোনারপুর
২২/০১/২০২২