আইনে বলে, আইন নিজের হাতে নিতে না
হুঁশ হারিয়ে সময়ে, জনগণ কি তা মানে
প্রবল আবেগে ধোলাই দিতে সময় নষ্ট করে না
আইনে বলে, আইন নিজের হাতে নিতে না
দুষ্কৃতীরা কাজ করে, আইনের সুরক্ষা পাবে জানে
ধোলাই দিলে, দুষ্কৃতীর অভিযোগও স্বীকৃত আইনে
আইনে বলে, আইন নিজের হাতে নিতে না
হুঁশ হারিয়ে সময়ে, জনগণ কি তা মানে ।
৪/৯/২০২১
সোনারপুর