সাগর থেকেই জন্ম মেঘের
সাগরেই সে ফেরে
ভেসে ভেসে কাটিয়ে সময়
রূপের বদল করে।
সাত সাগরের কোন কুলেতে
ছিল তাহার বাস
সঙ্গী সাথী যারা ছিল
পায় কি তাদের আশ
স্মৃতি রেখার লবন কণায়
খোঁজে কি নিবাস।
একই চক্রে হাজার খেলা
কার নিয়মে ঘোরা
তাল কাটেনা একটি বারো
নিশ্চিত থাকে ফেরা
লোহার বাসর গাছ তলাতে
একই স্রোতের ধারা ।
আসা যাওয়ার হিসাব নিকাশ
কে রেখেছে করে
রহস্য তার সব খানেতেই
ঢাকা নিকষ অন্ধকারে।
সোবারপুর
২১/০৫/২১