মাঝিরে ... ও মাঝি

কইয়া যাও আর কতকাল টানবো গুণের রশি    
উজান গাঙে ভাসিয়ে তরী গুণ টানালি আমায় দিয়ে  
এ শরীর আর চলে না তোর খেয়ালের বোঝা নিয়ে  
দৃষ্টিতে ঘোর আমাবস্যা, দেখবো কবে পূর্ণ শশী।      

পদে পথের হাজার বাধা গুণের রশি মাজায় বাঁধা  
কিসের দিশায় কর্ম করি ভেবে না পাই কুল    
আড়ে দেখি সবাই হাসে একি তবে চোখের ভুল    
কোন কর্মের কি গুনাহ বুঝলাম না সেই ধাঁধা।      

মনে ভাবি সব ত্যাজিব, তাতেও মঝি নয় খুশী    
কার ঋণেতে কে যে বাঁধা কোন কারনে এমন সাজা    
বুঝতে চাইলে উল্টা ধমক উজান টানে ভাঙে মাজা
উজান টেনে কাতর হলেও ছেঁড়ে না গুণের রশি।  

সোনারপুর
২/০৬/২০২৩