ভাব নদীতে ভাটির টান  
মন করে আনচান
ছিঁড়ে গেলে আস্থা রশি  
ভালোবাসা হয় হয়রান  
মন কি বাইবি খেয়া  
রাখতে প্রেমের মান।  

সোনারপুর
০৭/০১/২০২১