দেখতো কার চোখ গেল, করেছে কারা গোল  
হলুদ পাখি রঙিন ঠোঁটে কেন বলছে হরিবোল
কবজি বেঁধে ঢাকি পেটায় চড়াম চড়াম ঢোল  
শান্তির ধামে হটাত কেন ধুন্ধুমার, এত হট্টগোল
কাক কোকিলে ভাবছে বসে কে তুলেছে বোল
আহা কে তুলেছে বোল... হরিবোল।

ধায় সাপুড়ে ধায় হাতুড়ে ধরবে বোলে রোগ
কোন ওঝার ভুত ঝাড়ানোয় হল এমন দুর্ভোগ
আকাশ ভাঙা রোদ খেয়ে শুকায় কিসের কলি
কোন গোয়েন্দা রাখছে খবর ভর্তি করে থলি
হরিলুটের ঠন ঠনা ঠন – এত কিসের গোল
মন যমুনায় চোরা স্রোত – তাল দিচ্ছে খোল !  

রসকলি ভিজচ্ছে ঘামে, কুতূহলে জটলা করে কারা
জগঝম্পের শব্দ শুনে হৃদ কম্পন, কেমন সৃষ্টি ছাড়া
হরি বোলের রসের ধারায় হুঁশ যেন আর নাই
কোথায় গিয়ে থামবে সবাই, খবর কোথায় পাই
কোটালের পানি কোন দিকে বয়, কেমন হবে ফসল
চশমা পরেও যায় না দেখা, কার ভাবনা হবে সফল !    

প্রেমানন্দে নেচে গেয়ে বলে সবাই - হরিবোল ।


সোনারপুর
০১/০৪/২১