কাজ নেই, ভাত নেই, চারিদিকে নেই নেই
তবুও ভোট এলে মানুষ গুলো হারায় খেই
সুড়সুড়ি খেয়ে বাঙালি তপ্ত আবেগে ভাজে খই
একবারও ভাবে না, বলে না কাজ চাই, কাজ কই।
মুখেই মারে রাজা উজির, জাতে ধর্মে নানান জিগির
কে কাকে টপকে যাবে, হাজার বাহানায় ফন্দি ফিকির
প্রচারের গাছে টুসটুসে ফল, কোঁচড়ে আসে না কোনদিন
গাছে গাছে লাফালাফি সার, শাখামৃগ ভুখা থাকে প্রতিদিন।
ভোট এলে সব ফেলে, স্লোগানে মুখর আবেগের জালে
রাত নেই দিন নেই, মেতে থাকে সংসার স্বজন ফেলে
ভুলেও বলে না দেব না সমর্থন, না পেলে রোজগার
কিসের নেশায় জাগে বাঙালি, গবেষণা হওয়া দরকার।
সোনারপুর
০৯/০৪/২১
আসরের শ্রদ্ধেয় গুণী কবি শ্রীযুক্ত গোপাল সরকার মহাশয়ের "জয়ঢাক " কবিতায় ০৭/০৪/২০২১ এ মন্তব্যে লিখেছিলাম প্রথম স্তবক। পরে আরো দুটি স্তবক লিখে উৎসর্গ করলাম শ্রদ্ধেয় কবিকে।