মনের ছায়া পড়ে মুখে
যতই তারে ঢাকো
চোখের তারা সঙ্গে নাচে  
যতই রঙ মাখো
গরমিল সব কথায় কাজে
স্মরণ করে দ্যাখো।  

সোনারপুর
২২/৭/২১