বুঝলাম না এই রসিকতা
সত্যি তুমি কাদের ত্রাতা
ক্ষিদেয় কাতর ভুখা পেটের
নাকি প্রহরীযুক্ত বড় গেটের !

বুঝিনে সত্য মিথ্যের সাতকাহন
রূপ অরুপে খাচ্ছ মাখন
পেটের দায়ে ঘাম ঝরাই
তোমার করুণার দেখা নাই
নানা বিশ্বাসে দিব্যি আছো
রঙিন বেশে রাজা সাজো
নানা ছুতোর সুক্ষ জালে
যোগ্য মূল্য কোথায় মেলে    
চলছি আমরা  দলে দলে
ভোরের আগে ভুখা মিছিলে
শুনেছি সকল প্রাণের হকদার
এ তোমার কেমন বিচার !

জান দিয়েছ; খাবার দাও
মুখ ফিরিয়ে কেন নাও
আপন ইচ্ছায় আসিনি হেথা
প্রমাণ কর তুমিই ত্রাতা।  

সোনারপুর
১০/০১/২১