জন্মাবধি মানুষ শুনে আসছে শিক্ষাতেই জাতির, দেশের উন্নতি
হয়ত পূর্বের পূর্ব জন্মেও শুনেছিল, তবে মুছে গিয়েছে সে স্মৃতি
সংখ্যায় কম হলেও আছে, যোগে-বিয়োগে বিলিয়ে তথ্য আজগুবি
অলীক গল্পে, অদ্ভুত আচরণে মগজ ধোলাই, স্বার্থ সিদ্ধির বুজরুকী
ঘোর অবিশ্বাসী ও চক্রব্যুহে হারিয়ে বোধ; পালে ভেড়ে আকছার
নানা রঙে বৃত্ত গড়ে জমিয়ে তোলে লোক ঠকানোর কারবার।
কেহ কেহ এগিয়ে আরো, কথার ফাঁসে উন্নয়নের রাস্তা দেখায়
অষ্ট প্রহর বজ্জাতি আর জালিয়াতিতেই মিথ্যে গুলো সত্যি বানায়.
আমি দিচ্ছি আমরা দিচ্ছির হুক্কাহুয়ায় বিচার বুদ্ধির মাথা চিবায়
ঠিক বেঠিকের ঘোলা জলে রাস্তা ভুলে গুণীজন ও পথ হাতড়ায়
মুখে হাসি অন্তরে বিষের বাঁশি, আশ্চর্য আবিস্কার নাম রাজনীতি
একই পাত্র অবস্থান ভেদে ভোল বদল, মানুষের বাড়ায় দুর্গতি ।
প্রতিদিন নতুন মিশ্রণ, বিশ্বাস আর হিংসায় শয়তানের পরীক্ষাগারে
ধোঁকার কারবারে দেদার খরচ, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান গেলেও গোরে
ঢেকুর ওঠাতে পিঠ চাপড়ানো, সাকার নিরাকার যারে যখন প্রয়োজন
চার ছড়িয়ে বঁড়শি ফেলে গেঁথে তোলার সমীকরণ পরীক্ষিত প্রহসন
ঝুড়ি ঝুড়ি মিথ্যার বেসাতি, সভ্য পোশাকে সামনে এলেও দুষ্কৃতী
আবেগের কাছে হার মানে বোধ, কোন জন্মেই কি নেই নিষ্কৃতি ?
সোনারপুর
১৭/০৬/২১