জাল থাকলেই নয় জেলে
সম্পর্কটা রাখতে হয়
যেমন থাকে মাছে জলে
মেঘের মত নয়
সময় কেবলি এগিয়ে চলে
অপেক্ষায় না রয়।  

সোনারপুর
৮/৮/২১