বাইতে উজান হালের সাথে লাগে দাঁড়ের টান  
একলা বাঁচন কঠিন সাধন যায়রে তাতে মান  
আহা বলার চাইরে মানুষ তাতেই বাঁচে জান
দাঁড়ের খুঁটির ক্ষয় হইলেও  হয় না অপমান।  

নদীর যদি না থাকে টান চরা পড়ে সেথায়  
পায় না পানি হালের পাটা, জীবন বৃথা যায়    
গুনের রশি একা টেনে মন করে হায় হায়    
চোখের পানি বান হইয়া মনের দুকুল ভাসায় ।  

থাকতে সময় বোঝন লাগে তাতেই বাঁচে মান
জোয়ার ভাটার দুই সময়েই থাকে উজান সুজান
মনরে সময় গেলে আর ফেরেনা, বাঁচে অভিমান
বাইতে খেয়া জীবন পারের লাগে দাঁড়ের টান ।

সোনারপুর
০২/০৭/২১