রঙে রঙে রঙ্গ অনেক নানা সুরে বাজায় বাঁশি
ভেজে না চিড়ে বাঁশির সুরে থাকে পেট উপবাসী
দিকে দিকে ফুলের বাহার কচি পাতায় অনেক রং
দিল দরিয়ায় ভাসিয়ে তরী নেচে যায় বসন্ত সং
মানুষ নামের পুতুল গুলো গুনছে প্রমাদ দিবানিশি
ছেড়ে রাখা শখামৃগের থামে না অট্ট হাসি।
কচর মচর শব্দ করে চিবোয় যা পায় হাতের ধারে
তালুক মুলুক নেইতো ফারাক হাঙরের দাঁতের ধারে
পাচন ক্রিয়ায় সব গলে যায় পাকস্থলীর রসের খারে
ছাড় নেই কোথাও কারো স্বর্গ মর্ত পাতাল জুড়ে
ঘোর তুফানে কাটে না সময় মানুষ বিপন্নতায় ধরাশায়ী
শব্দ খেলায় জব্দ সবাই চায় কেটে যাক আঁধারনিশি।
সোনারপুর
২৫/০৩/২০২৪