লোকে বলে, সুখ ভাগ করে নিলে বাড়ে তা বহুগুণে  
পিত্তি পড়ে না চেয়ে খেলে, এ কথাও যায় শোনা
দুঃখের বেলায় কি হয় ! একথা জাগে কি কোন মনে  
লোকে বলে, সুখ ভাগ করে নিলে বাড়ে তা বহুগুণে  
আত্মীয় পরিজন বন্ধু হিতৈষী সময়ে সকলি হয় চেনা
দুঃখের ভাগ আমাদের ও দিস, এ কথা কেউ বলে না
লোকে বলে, সুখ ভাগ করে নিলে বাড়ে তা বহুগুণে  
পিত্তি পড়ে না চেয়ে খেলে, এ কথাও যায় শোনা।

সোনারপুর
৭/৯/২০২১