জীবনের মিছিলে পায়ে পায়ে চলে মানুষ অনেক পথ
সবটাই নয় সুগম্য, ছড়ানো থাকে অনেক কাঁটা
যুদ্ধের দামামা শরীর ও মনে, ধাবমান জিনের রথ
জীবনের মিছিলে পায়ে পায়ে চলে মানুষ অনেক পথ
ক্ষত বাঁচিয়ে লক্ষ্যে পৌঁছাতে, প্রতিপদে সময়ের পরীক্ষা
পক্ষে বিপক্ষে যুক্তির জাল, হার হলে বিচারক সমীক্ষা
জীবনের মিছিলে পায়ে পায়ে চলে মানুষ অনেক পথ
সবটাই নয় সুগম্য, ছড়ানো থাকে অনেক কাঁটা।
সোনারপুর
২৩/০৮/২০২১