বলীই হোক বা কোরবানি, প্রাণ যায় সেই অবলার    
কার ফরমান কে শুনেছে সেটাই ভাবি সারা জীবন  
স্বার্থ ভাবনা এগিয়ে রেখে মুক্তির স্নান হাজার বার
বলি হোক বা কোরবানি, প্রাণ যায় সেই অবলার
এক পুকুরের ভিন্ন ঘাটে পুণ্যের নেশা চমৎকার
অরূপের রূপ সাগরে একই বেশে দাঁড়িয়ে সমন
বলীই হোক বা কোরবানি, প্রাণ যায় সেই অবলার    
কার ফরমান কে শুনেছে সেটাই ভাবি সারা জীবন।  

সোনারপুর
৩১/০১/২০২২