প্রচারকে আস্থা জগত জোড়া মানুষ মজে থাকে বেশ
ধর্ম হোক বা রাজনীতি বাণীতে নেই কোন প্রভেদ
চোখ বুজে শরণাগত হলেই নাকি মেলে শান্তি সর্বশেষ
প্রচারকে আস্থা জগত জোড়া মানুষ মজে থাকে বেশ।
সাজের মহিমায় অপার বিশ্বাসে সর্বস্বান্ত, তবুও আস্থার রেশ
মুক্তির স্বপ্নে মশগুল মানব পানে উন্মত্ত বিষ নির্মেদ
প্রচারকে আস্থা জগত জোড়া মানুষ মজে থাকে বেশ
ধর্ম হোক বা রাজনীতি বাণীতে নেই কোন প্রভেদ ।  

সোনারপুর
৭/১০/২০২২