পথের দোষ নয়গো সুজন দেখে চলতে হয়
জীবন-খানা পদ্ম পাতায় শিশির ভেজা নয়
অকুলে কুল মেলে তারই, ধরে থাকলে হাল
আঁধারে ও পথ মেলে জ্বললে হৃদে মশাল ।
আলগা পানির নেই দাম, কোন সাধনায় তা লাগে
প্রাণ শূন্য খাঁচা কি আর নতুন করে জাগে
থাকলে শেকড় আঁকড়ে মাটি তবেই বাঁচে সবুজ
বুঝে দেখো ভালো করে আর হইয়ো না অবুঝ
থাকতে সময় ঠাহর করো পথের কোথায় শেষ
সময় কারো নয়রে গোলাম নয় ফকির দরবেশ
মূল্য দিলে ফেরত দেয় সে হিসেব করে গুনে
হাওয়ায় ভাসালে পানি ফোটে না ফুল আসমানে।
অলীক আশা ঘোর তামাশা উল্টো খাতেই বয়
জীবন পথের কোন রাস্তাই সহজ সরল নয়
সময়ে হালের মোচড় সঠিক পথই দেখায়
আলগা ইচ্ছা বেকার ভাবনা বিফলেই তা যায়।
সোনারপুর
৬/৩/২০২৩