আজ সকালেই কবি নীলের ফোন পেলাম। ও এখনো কম্পিউটারে বসতে পারছেনা, তবে আগের থেকে অনেকটাই সুস্থ।
কবি নীল , মাননীয় আডমিন পল্লব ভাই সহ সকল কবি বন্ধু কে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে। আর একটু সুস্থ হোলেই আসরে
ফিরবে। চিকিত্সা চলছে।
নীলের অনুরোধেই এই বক্তব্য প্রকাশ করলাম।
ধন্যবাদ, ভালো থাকবেন সব্বাই।
বিভূতি দাস
কোলকাতা।