জেলের ভাতের অনেক গুণ নাম নাকি বেড়ে যায়
জেল ফেরত হলে সত্যই কি নামি কল্কে পায় ?  
দিকে দিকে দেখছি তেমন এবার সত্যিটা বলুন
কোনটা ঢাকতে কি টানছেন একবার অন্তত ভাবুন।    

সবকথা নয় কথার কথা প্রমাণে লাগে নথি
এটুকু ও বুঝেন না একি তেলের গতি !
চক্ষুবুজে ভাব সাগরে কতদিন ! এবার চক্ষু খুলুন
বোঝেননি যা এতদিনে,  এখন না হয় বুঝুন।

তুঁত বিষে পোকা মরে, গাছ ও মরে তাতেই
মেরুদন্ড ভাঙার খেলায় কে কারা যুক্ত আছো ভাই  
খোঁজ খবরে এত গোঁসা, ল্যাজে হাত পড়েছে তাই !  
ধুলো ওড়াও কি লজ্জা ঢাকতে ? ভেবে দেখো গোঁসাই।  

মেনি থেকে হুলো নড়াচড়ায় ঝরছে ঝুড়ি ঝুড়ি উকুন
কাদের অর্থে হয় মামলা মোকদ্দমা একটু বসে ভাবুন  
সাফাই দিতে হুমকির দাওয়াই ঠিক হচ্ছে কি বলুন ?
হাঁকডাকে সমাজ জুড়ে বাড়ছে দূষণ, দয়া করে থামুন।  

সোনারপুর
২৯/০৩/২০২৩