লোক মুখে প্রবাদ আছে ইহ জগতে প্রিয় বন্ধু বিয়ের পরেই হয়
সত্য মিথ্যা বড়ই জটিল, হয়ত জ্ঞানের অভাব, অন্যরা কি কয় ?  
চক্ষু কর্ণে যা আসে চলতে ফিরতে ঘরে ঘরে তা ভোলা সহজ নয়
একথা নিষ্ঠুর হলেও সত্যি, অভিজ্ঞতার সঞ্চয় প্রবাদের উৎস হয়।  

প্রবাদের ঝাল খেয়ে প্রাণ ওষ্ঠাগত, বন্ধুর ঝঙ্কারে সুখের সুর্য অস্ত  
উঠতে বসতে পাপের ক্ষয়, মধু যামিনীর সত্য কথন কোর্টে হেস্তনেস্ত
দিনের দোষ নাকি ভাব জ্যোৎস্নার দোষ, ঘুমের মাঝেও তাড়া করে
বন্ধুকে জানানো সত্য গুলোর কষ্ট দেখে, জীবনানন্দ দৌড় মারে।

দোষারোপের পালাগানে গৃহমঞ্ছ যেন পলাশীর সাথে পাল্লা ধরে
সহমর্মিতা নয় বিজয় রথের উড়িয়ে নিশান সহযোদ্ধাকেই মারে
প্রবাদ বন্ধুর বিশ্বাসের ফল জীবনের শেষ সম্বল; হাসিটুকু ও কাড়ে
লোক লজ্জায় কেউ সয়, কেউ উল্টো পথে হাঁটে বিমর্ষতার ভারে।

পরমানন্দের যোগ বিয়োগে শেষে কেবল শূন্য, বিশ্বাসের ফল ফলে
সকাল দুপুর সন্ধ্যা রাত জীবনের চার ঋতুতেই প্রতিশাখায় দোলে
সেজন ভীষণ ভাগ্যবান,  বন্ধু যদি পারস্পারিক বিশ্বাসে হাই তোলে
প্রবাদ ফলে কচি পাতায় খেলার ছলে, যদি মুক্তমনের মানুষ মেলে।    


সোনারপুর
৬/০৮/২০২৩  

বন্ধু দিবস মহান হোক।