অচেনা পথ আর জন-কান্ডারির কথায় ফারাক নেই বেশী
মূল্যহীন ভাঙা কাঁচের চুড়ি অথবা পুরনো বোতল শিশি
নিজেদের সব পাওনা ইঞ্চিতে-সেমিতে বুঝতে লাগাম হীন
ক্ষমতা হারালেই সাড়ে সর্বনাশ, অবিরাম সেই কটা দিন
মুখোশ খুলে ময়দানে এলে মানুষ হবে নিশ্চয়ই খুশি
গনতন্ত্রে সাধারন মানুষের চাওয়া, সত্যই কি খুব বেশী ?
উদ্ভট ভাবনার তরঙ্গে বাজার গরম – সুপার চিপের ভাবনা
খেপ-খেলে আসা যাওয়ায় আইনে নেইতো কোথাও মানা
অদ্ভুত প্রাণী সমাজেই ঘোরে আড়ালে মানুষ বলে হায়না
অজানা ভয়ে ত্রস্ত জনতা, আঁচড় খেলেও প্রতিবাদ হয় না।
আসর জামাতে ডিম ভাত কোথাও বিরিয়ানি ওড়ে উৎসবে
সেটিং বেটিঙে খেলাটাই অজানা, তবুও শুনি খেলা হবে
ঝাঁটা লাঠি জুতো হাতে জনগন, পিঠ কি দেওয়ালে তবে
সময় বলবে সব ! নাকি আগুনের শিখা লেনদেনে যাবে নিভে
যুক্তিহীন তর্কে জন-পেট গরম, সত্যিটা আদৌ প্রমান হবে !
জনতার কূল নেই কোথাও, ক্ষোভে দুঃখে নিজেরাই জ্বলে যাবে।
সোনারপুর
১৬/০৩/২০২৪