প্রবাদ গুলো ভুঁইফোঁড় নয়, অভিজ্ঞতার ফসল
বুঝে সুঝে ফেলো পা, নইলে সইতে হবে ধকল
রুই কাতলা কেউ মরে না, অতলে তার বাস
গুঁড়ো-গাঁড়া অখ্যাতরাই মরে, সত্য বারো মাস ।
হতে পারে অনেক কিছুই, জান ও পারে যেতে
না ভেবে জ্বালালে বাতি, আলো পাবে না রাতে
এঁড়ে গরু দুধ দেয় না, টান দিলে কি হবে ?
নামলে আঁধার চোখের তারায়, সবাই ভুলে যাবে।
লোহা তাতালে নরম হয়, হুঁশ নষ্ট তাতলে মানুষ
ক্ষণজন্মা কথায় নাচলে; ওড়ার আগেই ফুটো ফানুস
চলার নামই জীবন, তবুও ভাবনা ভালো চলার আগে
আগে পিছে ভাবো শতবার, তালাশ পাবে না বাঘে।
চোখ নড়বড় দীর্ঘ কেশ, মূর্খে বোঝে কলির শেষ
গাধা কেবল বোঝাই বয়, চতুরে পায় সুখের রেশ
বোধ আবেগ নয় সহোদর, দুই মেরুতে তাদের বাস
হুঁশ হারিয়ে মেলাতে চাইলে, ভাগফলে তার সর্বনাশ।
সোনারপুর
১০/০৪/২১