মহান হবার বাসনায় সাধু যে পথে চলে, সেখানেই আগুন জ্বলে
কাউকে মারে কাউকে স্বার্থে দয়া করে, তবুও হিসেব গরমিলে ভরা
নৈতিক তরঙ্গের ফাঁদে ভিড়তে চায় না,  পোড় খাওয়া কিছু  ছেলে  
মহান হবার বাসনায় সাধু যে পথেই চলে, সেখানেই আগুন জ্বলে  
সুতো পাকায় সাধু অযুত নিষ্ঠায়, দিন মাস দশক জুড়ে দলে বলে
শান্তির মহার্গ মুখোশ চিনেছে যারা, আপন অস্তিত্ব বাঁচাতে চায় তারা  
মহান হবার বাসনায় সাধু যে পথে চলে, সেখানেই আগুন জ্বলে
কাউকে মারে কাউকে স্বার্থে দয়া করে, তবুও হিসেব গরমিলে ভরা।

সোনারপুর
২৪/০৩/২২