ও পলাশ ও শিমুল তোরা কোথায় পেলি এত হাসি
ঐ হাসির রঙে ঠোঁট রাঙিয়ে ভীষণ খুশি মৌটুসি
উড়ন্ত বলাকারা থমকে দাঁড়ায় ওড়ার কথা ভুলে
সারাদিন শুধু ডাক দিয়ে যায় কুহু সব কাজ ফেলে
তোদের হাসির কুজনে বনে বনে জাগে হিন্দোল
মুগ্ধ মনের ভাঙা দেউলে জাগে নতুন সুরের কল্লোল
আসছি আমি তোদের কাছে ধার নিতে খানিক খুশি
ও শিমুল ও পলাশ কোথায় পেলি তোরা এত হাসি।
বসন্ত রং দুপুরে রাঙিয়ে নিতে মন জাগে শিহরন
মনে হয় মৌটুসি পাখায় ছেড়ে দিই এই মন
আরো কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে হারাই কিছুক্ষণ
বেলা শেষের রং কুড়িয়ে যদি ফিরতে না চায় মন।
যেতে যেতে চলার পথে যদি ডাক দেয় পিয়াল
স্নিগ্ধ সবুজ বাহারে সেজে যদি পথ আগলায় শাল
বলে দিস তোরা কাকে রাখবো আগে হতে খুশি
কার হাসিতে পড়বো প্রেমে ছড়িয়ে খুশীর রাশি
ও পলাশ ও শিমুল কোথায় পেলি তোরা এত হাসি
আসছি আমি তোদের কাছে ধার নিতে খানিক খুশি।
সোনারপুর
২১/০২/২০২৩