বন্ধু তোর পলাশ রাঙা মনে
ইচ্ছে করে তির তিরিয়ে বাতাস হই
গলায় বেঁধে সুরের মাদল খুশীর ফাগুনে
মন মহুয়ার প্রেমের নেশায় সবুজ ভুবনে  
বন্ধু তোর পলাশ পলাশ মনে।  

বন্ধু তোর পলাশ পলাশ মনে
জাগছে বুঝি সারা দুপুর নানা রঙের সুর
উড়ছে ভ্রমর কাজল পাখায় বেঁধে নিক্বণ নূপুর
প্রজাপতির হাসিতে দুঃখ ভুলে চল পালাই বহুদুর  
কেউ পাবে না খুঁজে কোনখানে।  

বন্ধু তোর পলাশ রাঙা মনে
কেন রুক্ষ বাতাস থমকে আছে কিসের প্রতিক্ষায়
ইচ্ছে করে মেঘ হয়ে জড়িয়ে ধরি বুকে
প্রেমের মাদল বাজাই জোরে মন হারানোর সুখে    
দুজনায় বেঁচে থাকি বসন্ত কুজনে  
বন্ধু তোর পলাশ পলাশ মনে।    
  
সোনারপুর
৩/৩/২০২৩