ডুবলে জ্বালা ভাসলে জ্বালা
জীবন নদীর ঘাটে
মন পবনের আশার ভেলা  
ঢেউয়ের মাথায় ছোটে
অকুলেই তার যায়রে বেলা
আশার ছাই ঘেঁটে।

সোনারপুর
৬/০১/২১