সময়ের সাথে বদলায় পাঠক্রম, বদলায় পাঠ্যের রং
বদলায় সব লজিক, সত্যের ছবিগুলো অং বঙ চং  
মাথা ঢেকে প্যান্টুলে ঘণ্টা বাজায় ঢং ঢং ঢং
ভুতেরা বাড়ায় হাত ভাগপেতে সেজে নানা সং।

ওঝায় চোখ রাঙায় খুলি এনে কুড়িয়ে, ভুতেরা হাসে
গুরুভুত বেহ্মদত্যির নিদান ঘাড় মটকাতে হবে বারোমাসে      
দত্যিনি সায় দেয় খিক খিক খক খক কেশে
কচি ভুত শিল্পী সিক্সপ্যাক ছাতি ফোলায় ছদ্মবেশে।

ভুতেরা মিটিং করে সিটিং কোরে শেওড়ার ডালে
আলোভুত পাহারায় জোনাকির বেশে পিটপিট জ্বলে
মিটিং শেষে মেসোভুত বিশ্রামে আছে খানিক আড়ালে    
জাগতে পারেন তিনি কানের কাছে ঢাকঢোল বাজালে।  

গোভুত ঘোড়াভুত মিচকে মশা তাড়ায় ল্যাজখানা নাড়িয়ে
জ্ঞানোনিধি বুড়োভুতের মাথা ফেল, করুণ দৃষ্টিতে তাকিয়ে      
সুযোগে লুটে খাওয়া ভুতগুলো টিনের বাক্সটা নিয়েছে হাতিয়ে
ভাবছেন কেমন করে হয় !  কর্মফল পারেনি যেতে এড়িয়ে ।

সোনারপুর
৬/১২/২০২৩