শিল্পীর পেন্সিলে জাগে রেখা, ফুটে ওঠে অব্যক্ত যন্ত্রনার ভাষা
কারো কারো সাথে মিলে যায়, কারো সাথে একদম না
রেখা চিত্র স্পষ্ট হয়, তবুও মুখ আঁকতে পায় না ভরসা
শিল্পীর পেন্সিলে জাগে রেখা, ফুটেওঠে অব্যক্ত যন্ত্রনার ভাষা
বার বার মোছা আবার নতুন রেখা, মেটে না শিল্পীর আশা
ছন্দহারা পেন্সিলের আর্তনাদে সচকিত শিল্পী, থামে ভাবনা
শিল্পীর পেন্সিলে জাগে রেখা, ফুটে ওঠে অব্যক্ত যন্ত্রনার ভাষা
কারো কারো সাথে মিলে যায়, কারো সাথে একদম না ।
সোনারপুর
১২/০২/২০২২