অহিংসা কেবল একটি শব্দ মাত্র, আছে বইয়ের পাতায়
পঙ্গু অথর্ব অলঙ্কারে আকৃষ্ট নয় কেউ, চরম দুর্দশায়
সেই কবেকার কথা, কেউ কেউ তবু রেখেছিল মনে
হয়ত উদ্দেশ্য ছিল ভিন্ন,  জানত না জন সাধারণে
এখন প্রতিপদ থেকে আবার প্রতিপদে, অ যায় বাদ
ভুলেও কেউ উচ্চারণ করে না, ফুরায় বাঁচার সাধ
পড়ে আছে এক কোণে অবহেলায়, কাটেনি বন্ধন
প্রাগৈতিহাসিক ফসিল রূপে বিরাজে, তবুও সামাজিক ভূষণ !

সোনারপুর
২/৩/২১