ভাবছি এক করছি উল্টো এটাই বেশ মজার খেলা
প্রকৃতি বাঁচাও নিজে বাঁচো, তবুও কার স্বার্থে ভরাই জলা
মারছি সবুজ রসায়নিক ঢেলে ফ্লেক্স হোরডিং এ সবুজের মেলা
স্বার্থ সিদ্ধিতে নিজের সাথেই কানামাছি, লুকোচুরির জমাটি খেলা।
মাস্টার মশাই ক্লাসে আসেন চেষ্টা করেন শিক্ষা দানে
কেউ শোনে, কেউ ঘুমোয়; কেউ তাকিয়ে জানালা পানে
প্রকৃতি ও প্রনম্য শিক্ষক; জেনে বুঝেও সে কথা কজন মানে
লাভের নেশায় সবুজ নিধনে মত্ত মানুষ নিজেই ধংস ডেকে আনে।
গোদের উপর বিষফোঁড়া, উন্নত আর উন্নয়নশীলের প্রতিযোগিতা
শক্তির যতেচ্ছ ব্যবহারে উৎসাহী মানুষ, বাড়লেও প্রকৃতির বিষণ্ণতা
নানা অছিলার ঢাল ধরে, সত্যি কি ভাবি কেউ পরিবেশের কথা ?
বিজ্ঞানের পরামর্শ ও এড়িয়ে যাই, কি ভাবে ঘুচবে প্রকৃতির মলিনতা ?
দূষণের জেরে পৃথিবী জুড়ে খরা বন্যা দাবানলে দিন গুনছে সভ্যতা
তবুও হুঁশ ফেরে না মানুষের, ভাবনায় প্রয়োগে কোথাও নেই সততা
উৎসাহী সভ্য সদস্যদের “পরিবেশ বাঁচাও” মঞ্ছেই সবুজের দীনতা
সব অপকর্মের পাপ ঢাকতে অর্থ বরাদ্দ বাড়িয়ে পায় মান্যতা !
সোনারপুর
২০/৭/২০২৩