মন দিয়ে শোনরে মনা
চোখ থাকতে কানা
ভেঙে গেলে কলসির কানা
কাঠবেড়ালি দেবে হানা
ঠাং দুলিয়ে খাবে খানা
করে সব যাদুটোনা।

সোনারপুর
১৭/১২/২০২২