বন্ধু, বন্ধ করোনা মনের জানালা
যতটুকু পারো তারে খুলে রেখো
আলোয় ভরিয়ে হৃদয়; ভালো থেকো    
দ্যাখো, চলে যায় নীরবে মানুষ একলা।    

একরাশ নীল কষ্ট নিয়ে ওড়ে প্রজাপতি
সময়ের বুকে জাগে নীরব সাগর বেলা  
থমকে গিয়েছে দুরন্ত ঊর্মির সব খেলা    
প্রতি পলে জাগে বেদনার হাজার স্মৃতি।  

বসন্ত গিয়েছে ফিরে বন্ধ দুয়ার দেখে
নীরবে ফোটা পলাশ আগুন নিভে যায়
নিঃসঙ্গ সবুজ একলা বিরহের গান গায়
ঝাপসা দু চোখে স্বপ্নের রঙ যায় ঢেকে।  

বন্ধু একটু বাড়াও ভালোবাসা মাখা হাত
নম্র উষ্ণতায় কেটে যাক দুঃসহ রাত
ভোরের আলোয় জাগুক প্রাণে রঙের মেলা
আশ্বাস সাহসে প্রেমে ভাসুক জীবনের ভেলা।  

সোনারপুর
২৬/০৬/২১