মুক্ত মনের নীল সাগরে ডুবতে চায় এ মন
যেখানে মুক্ত বুকে ঝিনুক সুখে করে বিচরণ  
যেখানে পুর্নিমা চাঁদ রোজই হাসে হয়না নিরঞ্জন  
রাখতে ভালো হৃদয়টাকে, এ মনের ভীষণ প্রয়োজন।

যেখানে ঝর্ণা হাসে খিল-খিলিয়ে সব ঋতুতে মনের ভুবন জুড়ে
সবুজে দোলায় মাথা সকল সময় জীবনের রুক্ষ মাটি ফুঁড়ে  
সে মনের ছোট্ট বাসার পেতাম যদি একটুখানি হদিশ
হয়ত বদলে যেত ধূসর জীবন,  সময় শেষের নোটিশ।  
  
যেখানে মাছরাঙা মন দীঘির জলে ডুব সাঁতারে মাতে
রোদ ঝিকমিক ভর দুপুরে নিরালায় একলা পালক খোঁটে  
যেখানে নেই দো-টানা আফিম নেশা, খুঁজে কাতর জীবন
কল্প লোকের গুলবাগিচায় মিছে আর করবি কত যাপন ।  

সোনারপুর
২৪/৬/২১