ঝির ঝিরিয়ে ঝাউয়ের পাতায়
কোন উদাসী বাঁশী বাজায়
একলা দুপুর মনের বেলায়
রং তুলিতে খুশি ঝরায়।
সাগর বেলায় ফুল ফুটিয়ে
খেলা করে লাল কাঁকড়ার ঝাঁক
ঢেউয়ের মাথায় নাচছে সাগর
ভৈরবী তার ডাক
শেষ বিকেলের রঙ মাখে
গাঙ চিলের ঐ ঝাঁক
মন হারানোর স্বপ্নে বিভোর
সন্ধ্যা রাগের বাঁক।
সন্ধ্যা নামে সাগর বেলায়
ঝাউয়ের পাতার ফাঁকে
জোনাকিরা জ্বালায় বাতি
পথের বাঁকে বাঁকে
কোন পাখীটা ডাকছে কাকে
আয়রে কাছে আয়।
ঝির ঝিরিয়ে ঝাউয়ের পাতায়
কোন উদাসী বাঁশী বাজায়।
সোনারপুর
০১/০১/২০২৩