মজার কথা শুনছে মানুষ কারো কারো মাথায় হাত
কারো ঠোঁটে মুচকি হাসি সামনে নাকি গভীর খাদ
কালো মেঘে শুষছে আলো আসছে ধেয়ে ঝড়ের রাত
বাঁশের ঝাড়ে লেগেছে কাঁপন সময় যেন শাঁকের করাত।
উড়ছে ধুলো চালের খড় পড়ছে ভেঙে মোটা ডাল
কেউ ভাবেনি স্বপ্ন ঘোরে করবে ঝড়ে এমন হাল
এদিক ঢাকলে ওদিক ওড়ে ঝড়ের উপর হচ্ছে রাগ
গলা তুলে ডাকছে শিয়াল শুঁকছে মাটি রয়্যাল বাঘ !
কাকে ত্যাজে কাকে রাখে কোথায় কোথায় আলগা রাশ
হেই সামালো হেই সামালো দ্রুত লয়ে বাড়ছে শ্বাস
শুঁকে ঘেঁটে চাইছে হদিশ কোন মরাইয়ে ধরেছে পচন
পানির থেকে জল ঝরানোই মরণ বাঁচন মন্ত্র সাধন।
চিন্তায় কাটে ধুসর দিন কোথায় বসে মিচকে শালিক
কোটাল গোমস্তা হন্যে হয়ে ঘেমে নেয়ে খুঁজছে শরিক
মান বাঁচাতে হাঁকছে ওঝা কোমর বেঁধে কাটাতে রাত
কোন দত্যির ক্ষমতা এমন ওঝার দিকেই বাড়ায় হাত।
সোনারপুর
১৭/০৩/২০২৩