মনের কথা বলি কাকে, ও দয়াল কাকে দেখে শিখি
দিকভ্রষ্ট নানা কথায়, নামে ত্রাতা আসলেই সব মেকি
পথ খুঁজে হই দিশেহারা, নানান ভাবের আসর দেখি
মনের কথা বলি কাকে, ও দয়াল কাকে দেখে শিখি।
মন ভরে না পুঁথির বিদ্যায়, মনগড়া সব জ্ঞানের কথায়
কারো সাথে মিল কারো নেই, উত্তর খুঁজলে মন ধাঁধায়
ফুটো কলসির ভরা আওয়াজ এই কি তবে যুগের রেওয়াজ
ত্রাতারা সব এক গোত্রের, যে যার স্থানে ধান্দাবাজ।
ও দয়াল মন পড়েছে মহা ফাঁদে, কাকে ছেড়ে ধরে কাকে
অন্তরে চলে ভীষণ পীড়ন, কোথায় গিয়ে সাওয়াল মাগে
কে দেবে প্রশ্নের জবাব, কেন একই সৃষ্টির পৃথক ভাব
দোলাচালের চক্রবুহ্যে জাগে মনের ঘরে নিত্য অভাব।
কও না মোরে কোথায় গেলে ওগো দয়াল তোমায় পাই
চাইনা জীবন চাইনা মরণ শুধু তোমার দেখা পেতে চাই
পাঠাও কেন পরিয়ে ঠুলি যেথায় কোন শান্তি নেই
কোন দোষেতে এমন পীড়ন খোলসা করে বলো সাঁই।
সোনারপুর
১০/০৮/২০২৩