ওরে পাগল, যাদের কে ভাবিস আকাট মূর্খ, তারা কিন্তু বেশ বোঝে
সময়ের দর্পণে দেখে ছায়া তোদের; ফুঁসছে তারা অগ্নিদীপ্ত রোষে
তুঁষ চাপা বহ্নি জাগলে, সুদেমুলে প্রতিশোধ নেবেই খুঁজে খূঁজে
ওরে পাগল, যাদের কে ভাবিস আকাট মূর্খ, তারা কিন্তু বেশ বোঝে
দানে অনুদানে যতই ভোলাস, বিষের ভান্ড পারবি না লুকাতে
শুধু সময়ের অপেক্ষা, পদ দলিত শক্তিই মারবে পায়ে পিষে
ওরে পাগল, যাদের কে ভাবিস আকাট মূর্খ, তারা কিন্তু বেশ বোঝে
সময়ের দর্পণে দেখে ছায়া তোদের; ফুঁসছে তারা অগ্নিদীপ্ত রোষে ।
সোনারপুর
১২/১২/২০২১