দই মাতালে মাখন ওঠে
কথা মাতালে কি ?
তপ্ত বালিতে খই ফোটে
দ্বিমত হলে কি ?
ভুখা পেটে ঘুম ছোটে
দম ছুটলে কি ?

সোনারপুর
১৯/০৪/২০২৩