আমি আমি করি বটে, আসলেই সব ফাঁকা
মনরে তুই বুঝবি কবে ঘুরছে কালের চাকা
পলে পলে এগিয়ে চলে, না গেলেও চোখে দেখা
আমি আমি করি বটে, আসলেই সব ফাঁকা।

কেউ থাকে না কারো বশে, সঙ্গী কেহই নয়
থাকে না কাল আমির সাথে সবই পড়ে রয়
সময় থাকতে বুঝলে কথা কমবে ব্যাথা নিশ্চয়      
ত্যাজলে আমি সব পারেতেই যাবে কালের ভয় ।  

আসা যাওয়ার সময় সেতো চির রহস্যে ঢাকা
মেলেনা হদিশ কোন ভাবেই কখন ঘুরবে চাকা
পীর পয়গম্বর সাধক সাধু তাই করেন সাধন একা
বিভোর থাকেন দিব্য কর্মে মুছতে আমির রেখা।  

সোনারপুর
১১/০৫/২০২২