কেহ বলে ধর্মে খাওয়ায়, ধর্মেই প্রাণ বাঁচে
ষোলো মালির জাল বিছিয়ে তোলে সকাল সাঁঝে
দুটো হাত একটা মাথায় দিব্যি বাঁচে সবাই
সুযোগে দু-পায়েতে ভর করে সাধু সাজে কষাই
অহিংসার অ দিয়ে বাদ ধর্ম কথায় ভাসি
কানা গলির টোপের মজায় মনে খুশীর হাসি
শুকনো শরীরের ঘাম রক্তে মেলে খাবার পুষ্টিকর
এ খেলায় নেই অপরাধ সমাজের জন্য হিতকর
ধর্মে খাওয়ায় কোপ্তা কোর্মা বাদশাহি খানা বিরিয়ানি
মাখন মাখন শরীরে বাড়ে জৌলুস পিছলায় চাঁদনি
কেউ বলে না সত্য ধর্মের আসল কথা কটি
সময়ে রঙের বদল ঠগের হাতে মার্কামারা ঘুঁটি ?
সোনারপুর
২৮/০২/২১