নামী দামি বই থাক সাজানো, পড়ার দরকার কি
বিপ্লব হোক; মরলে মরুক পাশের বাড়ীর ছেলেটা
আহা বোলে দায় সেরো, বাড়িও না মাথাটা  
বলে দাও বাড়ি নেই, প্রতিবাদের ডাক এলে
তাও যদি যেতেই হয় ! কেটে পড় তালেগোলে
কিছু বাণী মনে রেখো; সুযোগে ছেড়ে যাও  
যখন যেটা খায়, শুধু সেটুকু কাজে লাগাও
অভ্যাসে রেখো ব্রহ্মাস্ত্র, আমার কি ?  

নামে কোন দোষ নেই, রেখো শুধু স্মরণে
মালা হাতে চলে যেও শহিদ বরণে
না হলেও পথ এক, কজন তা মনে রাখে
বছরে এক দিন; বাকি দিনে কাক ডাকে
হলুদ মাখলে গায়ে, কুমীরে ধরে না জী
আস্থা রেখো বেদ বাক্যে, আমার কি ?


সোনারপুর
১৮/০১/২১